Posts

Showing posts with the label যাদুকাটা নদী

পাহাড় আর নদী একাকার যেখানে..

Image
পাহাড় আর নদী একাকার যেখানে যাদু কাটা নদী   ছবি: তোফাজ্জল হোসেন নদীর নাম যাদুকাটা। গায়ে কাটা দেওয়ার মতোই যাদুকরি তার রূপ। নদী থেকে দেখা যায় দূরের পাহাড়, যাওয়া যায় না কাছে। কারণ পাহাড়গুলো ভারত সীমান্তের ওপারে। পাহাড়ের রূপ কাছে টানে, জড়িয়ে ধরতে চায় মায়ার বাঁধনে। সীমান্তের বাঁধা মানতে না চাওয়া মনকে এপারে আটকে রাখা কঠিন হয়ে পড়ে। যাদু কাটা নদী   ছবি: তোফাজ্জল হোসেন পাহাড়ের পর পাহাড় সবুজ থেকে ধীরে ধীরে ঝাপসা নীল রঙ ধারণ করে। অপরূপ স্বচ্ছ পানিতে নিজের মুখ দেখে দূরের আকাশ। তার প্রতিবিম্ব বুকে ধারণ করে যাদুকাটা কখনো সাজে রূপালী রঙে, কখনো সাজে অমোঘ নীলে আর কখনো গম্ভীর ধূসরবর্ণে। যাদু কাটা নদী   ছবি: তোফাজ্জল হোসেন একদা এই যাদুকাটা নদীতীরেই ছিল প্রাচীন লাউড় রাজ্যের রাজধানী। এখন রাজ্য নেই, নেই রাজধানীও। তবে যাদুকাটা নদীর উৎসমুখ, নদীর চারপাশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই মুগ্ধ হওয়ার মতো। এলাকার নামের সঙ্গে রাজ্যের নামটিও জড়িয়ে আছে, ‘লাউরেরগড়’। যাদু কাটা নদী   ছবি: তোফাজ্জল হোসেন যাদুকাটার নদীর কোল ঘেষে বারিক টিলার অব...