সুখ তুমি কী বড় জানতে ইচ্ছে করে

মান্না দে’র একটি ক্লাসিক গান আছে সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। রুনা লায়লা গেয়েছেন সুখ তুমি কী বড় জানতে ইচ্ছে করে। এসব গানের কথার মূলে রয়েছে সুখের প্রতি মানুষের চিরকালীন হাহাকার। 
শত দুঃখ-কষ্টের মধ্যেও আমরা সুখী হওয়ার সূত্র খুঁজি। আনন্দ-উৎসবের উপলক্ষ খুঁজি। চারদিকে ঝড়-ঝঞ্ঝা; কিন্তু আমরা উটপাখির মতো সমুদ্রের বালুকাবেলায় মুখ গুঁজে থাকতে ভালোবাসি। এই মানসিকতা আসলে একটি মানুষের চতুর্পার্শে বিভিন্ন চাপ থেকে নিষ্কৃতির একটি উপায় মাত্র। প্রশ্ন হলো-সুখ বা শান্তি কি বস্তুবাদী কোনো বিষয়?

                                                                                 সুখ তুমি কী বড় জানতে ইচ্ছে করে


Comments

Popular posts from this blog

বিষন্ন গাছ বা দুঃখের বৃক্ষ বা শিউলি

জারুল